ইউনিয়ন পরিষদের বর্তমান ভবনটি নির্মিত হয় ২০০২ সালে। দ্বিতল বিশিষ্ট এই ভবনটিতে কার্যক্রম শুরু হয় ২০০৩ সাল থেকে। মজিদপুর ইউনিয়নের বাগদহা ও মজিদপুর গ্রামের সীমানা বরাবরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সড়কের পূর্ব পাশে এই সুদৃশ্য ভবনটি দাড়িয়ে আছে। এই ভবনে সভা কক্ষ সহ মোট ১৩ টি রুম আছে। চেয়ারম্যান, ইউনিয়ন সচিব ও ইউপি সদস্যদের জন্য আলাদা আলাদা কক্ষ বরাদ্ধ আছে। মজিদপুর ইউনিয়ন পরিষদ ভবনে ব্র্যাক, কৃষি অফিস, স্বাস্থ্য, এলজিইডি ও পশু চিকিৎসার জন্য আলাদা আলাদা কক্ষে কার্যক্রম পরিচালিত হয়। ইউনিয় ভবনের ২য় তলায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিচালিত হয়। গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনার জন্য বিশাল হলরুম, যেখানে সপ্তাহে ১দিন গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস