Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
যশোর জেলার কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামের এক অদম্য শিক্ষানুরাগী মোঃ হারুনার রশীদ বুলবুল
বিস্তারিত

তিনি** দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা **নামে দুঃস্থ অসহয় গরীব  মেধাবী শিশুদের কল্যানে ফান্ড গঠন করে উপজেলা,  জেলা,তথা খুলনা বিভাগে এক চানচল্য সৃষ্টি করেছেন। তিনি ২০১৩ সালে প্রতাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েরএস,এম,সির  সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে ২০২৫/১৬/১৭ সাল পর্যন্ত ৩বার উপজেলা শ্রেষ্ঠ ৩বার জেলা ২বার খুলনা বিভাগের শ্রেষ্ঠ এস,এম,সির সভাপতি নির্বাচিত হয়ে ২বার জাতীয় পর্যায় অংশ গ্রহন করেনএবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে কাজ করে বর্তমান সব চেয়ে জন প্রিয় গন মাধ্যম ফেইসবুকের মাধ্যমে বাংলাদেশ তথা বাংলাদেশের বাহিরে অসংখ্য শিক্ষাননুরাগী বন্ধুদের মন আকৃষ্ট করেন তারই আলোকে তিনি ঐ সকল শিক্ষানুরাগী বন্ধুদের কাছ থেকে বিভিন্ন সময়ে দুঃস্থ অসহয় গরীব মেধাবী

 

শিশুদের জন্য ঈদের পোশাক, খেলনা, শিক্ষাউপকরণ, জরুরী ঔষধ সহ বিভিন্ন সহয়তা পেয়ে আসছেন তারই আলোকে তিনি আজ,,,দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা “” নামক একটি সংস্থা দাঁড় করিয়ে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের কতৃক জেলা সমাজ সেবা কার্যলয় থেকে নিবন্ধন করেছেন। ইতি মধ্যে তিনি যশোর জেলার প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণী থেকে ৫ ম শ্রেণী পর্যন্ত সকল  দুঃস্থ গরীব মেধাবী
 শিশুদের তালিকা ভুক্ত করে তাদের সার্বিক সহয়তা প্রাদানের জন্য কার্যক্রম শুরু করেছেন তিনি বলেন এই ভাবে যদি বাংলাদেশের প্রাথমিক পর্যায় সকল দুঃস্থ গরীব মেধাবী শিশুকে মনিটরিং এর মাধ্যমে যদি সহয়তা প্রদান করা হয় তাহলে বাংলাদেশের কোন প্রাথমিক বিদ্যালয় থেকে আর মেধাবী শিশু ঝরে পড়বে না বরং দেশে মেধা বিপ্লব ঘটবে।তিনি আজ প্রতাপপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃস্থ গরীব মেধাবী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, খেলনা বিতরণ কালে এসব কথা বলেন।  তিনি দেশ তথা দেশের বাহিরের সকল বৃত্ত বান শিক্ষানুরাগী বন্ধুদের এই দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পাশে থেকে বাংলাদেশের সকল গরীব অসহয় মেধাবী শিশুদের কল্যাণে কাজ করার আহবান জানান।উক্ত অনুষ্ঠানে টিভি সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ভাইএরা  গন্যমান্য ব্যক্তি গন  বিদ্যালয়ের ছাএ-ছাএীরা  শিক্ষক গন উপস্থিত  ছিলেন।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/09/2018
আর্কাইভ তারিখ
10/09/2018