Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

খান জাহান আলী দীঘি

মজিদপুর ইউনিয়নের খান জাহান আলী দীঘি কেশবপুরের দক্ষিণে বিদ্যানন্দকাটী বাজারের পাশে অবস্থিত। লোক মুখে শুনা যায় এই দীঘি এক রাতে দৈবিক ভাবে খনন হয়। যাহা পরম্পরায় খান জাহান আলী দীঘি নামে পরিচিতি লাভ করে। আজও এই দীঘি ইতিহাসের স্বাক্ষ্য বহন করে। পূর্ব কালে বহু নারী পুরুষ এখানে বিভিন্ন ধরনের কামনা বাসনা ব্যক্ত করত এবং খানজাহান আলীর নামে মানত করত। বর্তমানে দীঘিটি মজিদপুর ইউনিয়নের আওতায় প্রতি বছর মৎস্য চাষের জন্য ইজারা দেওয়া হয়।

কিভাবে যাওয়া যায়:

কেশবপুর উপজেলা শহর থেকে দক্ষিণে গোলাঘাটা সড়ক ধরে ভ্যানে কিংবা মটর সাইকেল যোগে ৭কিঃমিঃ গেলে বিদ্যানন্দকাটী রাশবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে দীঘিটি অবস্থিত।