Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

ধানের জমিতে মাছ চাষ

ধানের জমিতে মাছ চাষ করে অনেক কৃষক দারিদ্র বিমোচন করছে। বর্ষা মৌসুমে নিচু জমিতে ধান চাষের পাশাপাশি মাছ চাষ করে ইউনিয়নের কৃষি জীবি লোকজন বাড়তি আয় করে থাকে। এ ব্যাপারে আর্থিক সোহযোগীত করছে বিভিন্ন এনজিও, ব্যাংক, বিআরডিবি ইত্যাদি। সরকারের পল্লি উন্নয়নের মানষে গঠিত একটি বাড়ি একটি খামারও এই মৎস্য চাষের আওতায় পড়ে। এই ছোট ছোট কর্মকান্ডের মধ্য দিয়ে গ্রাম্য জনগোষ্টির মাঝে ফিরে এসেছে আর্থিক সচ্ছলতা।