Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

খাল ও নদী

ইউনিয়নের সবচেয়ে বড় বিল বালিয়া বিল নামে পরিচিত। এই বিলে প্রায় ৫০০ একর জমি আছে। এই বিলে বরো ধান এবং পাট চাষ হয়ে থাকে। এই বিলে বষরআ মৌসুমে বহু মাছ ধরা পড়ে। যা দিয়ে এলাকার বহু লোকের জীবিকা নির্বাহ হয়। সরকারি ভাবেও এই বিলে বর্ষা মৌসুমে বিভিন্নধরনের মাছ ছাড়া হয়। এই মাছ ধরার জন্য উন্মুক্ত থাকে। এছাড়া ইউনিয়নে মজিদপুর গ্রামের উপর দিয়ে ১টি নদী প্রবাহিত আছে।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)